সহিংসতা ও নাশকতা রোধে সরকার কঠোর হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় সরকারি নিষেধাজ্ঞা মেনে কওমী মাদ্রাসাগুলো বন্ধ রাখারও আহ্বান জানান মন্ত্রী।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জসহ বেশ কিছু এলাকায় তাণ্ডব চালায় হেফাজতে ইসলাম। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও আগুন লাগায় কর্মীরা। এ নিয়ে রাজধানী সহ দেশের বেশ কিছু থানায় মামলাও হয়েছে বেশি কয়েকটি।
স্বরাষ্ট্রমন্ত্রী এসময় হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশে আর কোন নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করবে সরকার। সারা দেশের প্রশাসনকে সে অনুযায়ী নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী আরো বলেন, চট্টগ্রামের হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া ও ফরিদপুরের সালথায় একটি মহলের প্ররোচনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। তাদের বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
বিভিন্ন অজুহাতে এসব সহিংসতায় নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষার জন্যই আমরা মিটিং করেছি। আমরা দেখেছি বিনা অজুহাতে সহিংসতায় নিরীহ লোক প্রাণ হারিয়েছেন। যারা প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে যাদের পরিচয় দেখছি ব্রাহ্মণবাড়িয়াসহ অন্যান্য জায়গায়, তারা মাদ্রাসার ছাত্রের চেয়ে বহিরাগতই বেশি ছিল, সাধারণ মানুষ বেশি ছিল। আমরা কারও প্রাণহানি ঘটুক সেটা চাই না।
এদিকে দেশে বর্তামানে করোনা সংক্রমণ বাড়ায় কওমী মাদ্রাসাগুলো বন্ধ রাখার আহ্বানও জানান মন্ত্রী। এছাড়া, সব ধরনের অনুষ্ঠান আয়োজন ও লোক সমাগম এড়িয়ে চলার কথা বলেন তিনি।