গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বন্দর এলাকার গ্রামীন ব্যাংক সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে-পিকআপ ও ট্রাকের ধাক্কায় অটো ভ্যান দুমড়ে মুচড়ে যায়। এতে এক অটো ভ্যান চালক নিহত হয়েছে।এ দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ও হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।আজ সকালেরএ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অারিফ আনোয়ার।