গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে কাটাখালী হাওয়া খানা নামক স্থানে আজ সকাল ১০ঘটিকার সময় ট্রাকের চাপায় তালুককানুপুর ইউনিয়নের সমস পাড়া গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল বাদশা ঘটনা স্থলে মৃত্যুবরন করে। প্রত্যক্ষ সুত্রে জানাযায়, বালুয়া থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশে অটো ভ্যানযোগে রওনা হয়ে হাওয়া খানা নামক স্থানে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সার উপরে তুলেদেয় ফলে অটো ভ্যানটি দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে চলে যায় এবং ঘটনা স্থলে একজনের মৃত্যু ও তিন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত আবস্থায় একজনকে রংপুর মেডিকেলে নিয়ে যাওয়া হয় সে কাটাখালী গ্রামের নজরুলের ছেলে রানা(৩২) এবং হাতিয়াদহ গ্রামের সবেদ আলীর ছেলে ফেরদৌস( ৩৮), গন্দ্রববাড়ী গ্রামের সাত্তারের ছেলে আমিরুল(৪০) উভয়ের বাড়ী গোবিন্দগঞ্জ থানার দরবস্ত ইউনিয়নের তাদেরকে উপজেলা সাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম বলেন ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।