গাইবান্ধার গোবিন্দগঞ্জে মনিকো কম্পানীর অবহেলায় প্রান হারায় রাখালবুরুজ ইউনিয়নের রাখালবুরুজ মিয়া পাড়া গ্রামের মৃত ইছাব উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম সে পেশায় ভাংরি ব্যবসায়ী। আজ ৫ই এপ্রিল সকালে জীবিকার তাগিদে ভাংরি ক্রয় করার জন্য বেড় হয়। সে ভ্যান গাড়ী যোগে ভাংরি ক্রয় করে বালুয়া বাজারে তার বর্তমান বাড়ীতে ফিরছিল। কাটাখালী ব্রীজ এলাকায় আসলে ঢাকা মেট্র- (-) ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী ট্রাকটি তাকে চাপাদেয়। প্রতক্ষদর্শি সুত্রে জানা যায় মনিকো কম্পানি ব্রীজের কাজ সম্পূর্ন না করেই কাটাখালী ব্রীজটি যান চলাচলের জন্য ছেড়ে দেয় আজ সকালে। ব্রীজের পাটাতনের সাথে রাস্তার গ্যাপ এর ফলে ব্রীজে গাড়ী ওঠার সময় ট্রাকের সামনের অংশ উপরদিকে লাফ দেয় এবং ভাংরি গাড়ীর সাথে ধাক্কা লাগে, ফলে ভ্যানে থাকা শহিদুল গাড়ীর নিচে চলেযায় এবং তার নাভী থেকে নিচের দিকে গাড়ীর চাকার নিচে পিষ্ঠ হয়ে ঘটনা স্থলে লোকটি মারা যায়। এদূর্ঘটনার কথা নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম।