তোমাকে ভুলে গেছি সময়ের সাথে,
ভুলে গেছি, কখনো জানা ছিল তুমি বলে কেউ!
স্মৃতিগুলি ঝাপসা আর আমার পৃথিবী বদলে গেছে,
একটা সময় তোমাকে খুব বেশি করে চাইতাম,
চাইতাম, সব ঠিক হয়ে যাক-
অথবা আমি মরে যাই,
অথবা তোমাকে ভুলে যাই,
কীভাবে এমন হলো? কেন হলো?
এসব প্রশ্নের উত্তর নেই, কখনো পাইনি, আর পাওয়ার আশা রাখি না,
কিন্তু তোমাকে আমি ভুলে গেছি!
এখন আর তোমাকে স্বপ্ন দেখি না,
ঘুমের ঘোরে তোমাকে ডাকি না,
দীর্ঘশ্বাসে তোমাকে অনুভব করি না,
আমার প্রার্থনায় তোমাকে আর ফেরত চাই না,
তারিখ, বার, সময় দেখে তোমাকে ভাবি না,
আমার কোনো স্মৃতি মনে আছে কি-না,
তা আর জানতে ইচ্ছা করে না!
তুমি এখন বিস্মৃত অতীত ছাড়া কিছুই যে নও!!
আমার আত্মা এখন আমার কাছে ফিরে এসেছে,
মাঝখানের তোমাকে ভুলে গেছি!
তবে, একটা প্রশ্ন আছে-
সকালে ভোরের আলোর ছটায়,
অথবা মন জুড়ানো বাতাসে,
অথবা কখনো মন খারাপ করা বৃষ্টির ফোটায়,
অথবা ভীষণ একা একা বেলায়,
তোমাকে অনুভব করি কেন?